সেরা ৫ টি গেমিং ফোন ১৫০০০ টাকার মধ্যে ২০২১
বাজারে এখন অনেক প্রতিষ্ঠানের অনেক ধরনের ফোনই অনেক কম দামে পাওয়া যাচ্ছে। নিচে তালিকাভুক্ত ফোন গুলো হচ্ছে এখনকার বাজারের ১৫০০০/- টাকার মধ্যে সবচেয়ে সেরা গেমিং ফোন।
৫. Tecno Spark 7 Pro
এতে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন যার সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
এর পিছনে আছে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এতে রয়েছে রেম আছে ৪জিবি এবং ৬জিবি আর রোম ৬৪ জিবি।
এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮০ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২।
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (হাইওএস ৭.৫)
এতে আছে ৫০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১০ওয়াট এর চার্জার।
এর দাম (৪/৬৪)১৩,৪৯০ টাকা এবং (৬/৬৪)১৪,৯৯০ টাকা।
আরো জানতে এখানে ক্লিক করুন
৪. Xiaomi Poco M2 Reloaded
এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন।
এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন, ৮ মেগাপিক্সেল ১১৮ ডিগ্রি আল্ট্রা ওয়াইড, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ক্যামেরা। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এতে রয়েছে রেম ৪ জিবি এবং রোম ৬৪ জিবি।
এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮০ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২।
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১০ (এমআইইউআই ১২)
এতে আছে ৫০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১০ওয়াট এর চার্জার। কিন্তু এতে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপ্রট করে।
এর দাম ১৪,৯৯৯ টাকা।
আরো জানতে এখানে ক্লিক করুন
৩. Realme C25s
এতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন।
এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন, ২ মেগাপিক্সেল ডেপ্থ এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ক্যামেরা। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এতে রয়েছে রেম ৪ জিবি এবং রোম ৬৪/১২৮ জিবি।
এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮৫ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২।
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (রিয়েলমি ইউআই ২.০)
এতে আছে ৬০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১৮ওয়াট ফাস্ট চার্জার।
এর দাম (৪/৬৪)১৪,৪৯০ টাকা এবং (৪/১২৮)১৫,৪৯০ টাকা।
আরো জানতে এখানে ক্লিক করুন
২. Infinix Hot 10s
এতে রয়েছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন যার সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট।
এর পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল মেইন, ২ মেগাপিক্সেল ম্যাক্রো এবং এআই সেন্সর ক্যামেরা। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এতে রয়েছে রেম (৪/৬)জিবি এবং রোম ১২৮ জিবি।
এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮৫ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২।
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (এক্সওএস ৭.৬)
এতে আছে ৬০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১০ওয়াট ফাস্ট চার্জার। কিন্তু এতে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপ্রট করে।
এতে রয়েছে ডিটিএস অডিও সিস্টেম।
এর দাম (৪/১২৮)১৩,৯৯০ টাকা এবং (৬/১২৮)১৪,৯৯০ টাকা।
আরো জানতে এখানে ক্লিক করুন
১. Infinix Hot 11s
এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস টাচস্ক্রিন যার সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট, আই প্রটেকশন এবং এনইজি ডিনোরেক্স টি২এক্স-১ প্রটেকশন।
এর পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন, ২ মেগাপিক্সেল মনোক্রোম এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ক্যামেরা রয়েছে। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
এতে রয়েছে রেম (৪/৬)জিবি এবং রোম ১২৮ জিবি।
এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮৮ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২।
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (এক্সওএস ৭.৬)
এতে আছে ৫০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১৮ওয়াট ফাস্ট চার্জার।
এতে রয়েছে ডিটিএস অডিও সিস্টেম এবং জায়রোস্কোপ।
এর দাম (৪/১২৮)১৪,৯৯০ টাকা এবং (৬/১২৮)১৫,৯৯০ টাকা।
আরো জানতে এখানে ক্লিক করুন
** অনেকে হয়তো বা জানেন যে Realme Narzo 30A এটিও একটি বাজেট গেমিং ফোন। কিন্তু এটা না দেয়ার কারণ হচ্ছে এটি এখন আর বাজারে পাওয়া যাচ্ছে না। যেটা বাজারে নেই সেটা দিয়ে লাভ নেই। পাওয়া গেলেও সেকেন্ড হেন্ড পাওয়া যাচ্ছে।**
Comments
Post a Comment