সেরা ৫ টি গেমিং ফোন ১৫০০০ টাকার মধ্যে ২০২১
বাজারে এখন অনেক প্রতিষ্ঠানের অনেক ধরনের ফোনই অনেক কম দামে পাওয়া যাচ্ছে। নিচে তালিকাভুক্ত ফোন গুলো হচ্ছে এখনকার বাজারের ১৫০০০/- টাকার মধ্যে সবচেয়ে সেরা গেমিং ফোন। ৫. Tecno Spark 7 Pro এতে রয়েছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন যার সাথে থাকছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। এর পিছনে আছে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এর সামনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে রয়েছে রেম আছে ৪জিবি এবং ৬জিবি আর রোম ৬৪ জিবি। এতে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিয়ালো জি ৮০ অক্টা কর প্রসেসর এবং জিপিউ মালি-জি৫২ এমসি২। এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ (হাইওএস ৭.৫) এতে আছে ৫০০০এমএএইচ লিথিয়াম-পলিমার নন রিমুভেবল ব্যাটারি এবং সাথে দেয়া হবে ১০ওয়াট এর চার্জার। এর দাম (৪/৬৪)১৩,৪৯০ টাকা এবং (৬/৬৪)১৪,৯৯০ টাকা। আরো জানতে এখানে ক্লিক করুন ৪. Xiaomi Poco M2 Reloaded এতে রয়েছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি টাচস্ক্রিন। এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন, ৮ মেগাপিক্সেল ১১৮ ডিগ্রি আল্ট্রা ওয়াইড, ৫ মেগাপিক্সেল ম্যাক্...
Comments
Post a Comment